চুমুর ভিডিও ভাইরালের পর ৮ কলেজ ছাত্রকে গ্রেপ্তার করলো পুলিশ। - ✔

চুমুর ভিডিও ভাইরালের পর ৮ কলেজ ছাত্রকে গ্রেপ্তার করলো পুলিশ।

0

৬ মাস আগের একটি ভাইরাল ভিডিওর জেরে গ্রেপ্তার করা হয়েছে ৮ কলেজ ছাত্রকে। ঘটনা ভারতের কর্ণাটকের। ওই ভিডিওতে দেখা যাচ্ছে কলেজ পড়ুয়া দুই শিক্ষার্থী একে অপরকে চুমু খাচ্ছে। এ সময় পাশে দাঁড়িয়ে হাততালি দিচ্ছিল তাদের বন্ধুরা।

বহুমাস আগেকার ওই ভিডিওটি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছেন সেখানে থাকাদের একজন। দ্রুতই সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। আর এরপরই মামলা করে দেয় ভিডিওতে থাকা মেয়েটি। সেই মামলার জেরে চুমুর ভিডিও করার সময় সেখানে থাকা ৮ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে লাইট হাউজ হিল রোডের একটা অ্যাপার্টমেন্টে ওই ভিডিওটি করা হয়েছিল। ওই ছাত্রী পুলিশকে জানিয়েছেন, তিনি ওই ছেলেদের চিনতেন। তাদের একজন তার প্রেমিক ছিল বলেও জানা গেছে।

তার সঙ্গে শারীরিক সম্পর্কও হয়েছে অভিযোগকারীর। ওই ছাত্রী জানান, তাকে ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি দেয়া হয়েছিল। এই অভিযোগের জেরে সেখানে থাকা ৮ ছেলেকে গ্রেপ্তার করা হয়।