প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বোনের গলা কাটেন ভাই। - ✔

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের বোনের গলা কাটেন ভাই।

0

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ঘায়েল করতে নিজের প্রতিবন্ধী বোনকে গলা কেটে হত্যা করেন আপন ভাই। এরপর ছেলেকে বাদী করে প্রতিপক্ষের বিরুদ্ধে থানায় ‘ফুফু খুনের ঘটনায়’ মামলা দিয়ে এলাকাছাড়া করা হয়। স্থানীয় প্রভাব বিস্তারের পাশাপাশি প্রতিপক্ষ নিজাম গংকে ফাঁসাতে বৃআঙ্গারু গ্রামের আতাহার সরদার ও তার ছেলে সবুজ সরদার এ ধরনের পরিকল্পনা করেন।

বুদ্ধিপ্রতিবন্ধী নারজু খাতুন হত্যার পর আসামিরা গা-ঢাকা দেন। এ ঘটনার সন্দেহভাজন আসামি সরোয়ার হোসেন মোল্লা ওরফে মঞ্জুকে গত ১৫ জুলাই গ্রেপ্তার করে সিআইডি পুলিশ। নিজেদের দায় স্বীকার করে পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রেস রিলিজের মাধ্যমে সিআইডি ইন্সপেক্টর মো.ওয়াদেজ্জামান বিষয়টি জানান। তিনি আরও জানান, ‘২০১৯ সালের ২৪ নভেম্বর এক সালিস বৈঠকে নিজাম গং-এর সমর্থক আব্দুল আউয়ালকে পিটিয়ে হত্যা করেন আতাহার সরদার ও তার ছেলে সবুজ সরদার। এরপর মামলা হলে তারা দীর্ঘদিন এলাকা ছাড়া হন। এ সুযোগে তাদের ঘরবাড়ি ও মাঠের ফসল লুট করা হয়।

এ ঘটনার পর আতাহার সর্দার ২০২০ সালের ২৪ ডিসেম্বর নিজের বুদ্ধিপ্রতিবন্ধী বোনকে গলা কেটে খুন করে প্রতিপক্ষের বিরুদ্ধে ছেলেকে দিয়ে মামলা করেন। আদালতের নির্দেশে সিআইডি মামলাটির তদন্ত করছে। তদন্তকারী কর্মকর্তা এসআই তোফাজ্জল হোসেনের দীর্ঘ প্রচেষ্টায় খুনের রহস্য অবশেষে উদঘাটন হল। বাকিদের গ্রেপ্তারে প্রক্রিয়াও অব্যাহত রয়েছে।