মহাকাশের বি’স্ম’য়’ক’র ছবি পাঠানোর পরেই রহস্যজনক ভাবে অ’কে’জো হয়ে গে’লো জেমস ওয়েব টেলিস্কোপ।
কিছুদিন আগেই নাসার একটি টেলিস্কোপ যার নাম কিনা জেমস ওয়েব টেলিস্কোপ, তাঁর মাধ্যমে যে ছবি পাঠানো হয়েছিল সেটা দেখে মুগ্ধ হয়েছে গোটা বিশ্ব। তবে এবার কি সেই মুগ্ধতার দিন শেষ?
শোনা যাচ্ছে সেই টেলিস্কোপ নাকি এক গ্রহাণুর ধাক্কায় মহাকাশে বিলীন হয়ে গেছে। ধ্বংস হয়ে গেছে মানে , এমন কিছু অসংগতি ঢুকে গেছে সেগুলো নাকি আর ঠিক করা সম্ভব নয়।
তাছাড়া গ্রহাণুর ধাক্কায় এই টেলিস্কোপের সে ক্ষতি হয়েছে সেটা নাকি পরিমাপযোগ্য নেই বলেই জানিইয়েছে নাসা। বিজ্ঞানীরা জানিয়েছে আসলে কি এমন হয়েছে টেলিস্কোপের সাথে।
আরো পড়ুন: NEET পরীক্ষায় ব্যা’প’ক দু’র্নী’তি, মেডিকেলে ভর্তির আসন প্রতি রেট ২০ লক্ষ টা’কা
আসলে টেলিস্কোপের মাইক্রোমিটি ওরয়েডের প্রভাবে আয়নাটি নাকি নষ্ট হয়ে গেছে। প্রথম দিকে মনে করা হচ্ছিল জেমসের তেমন একটা ক্ষতি হয় নি। কিন্তু পরে সেই ভুল ভেঙ্গেছে সবার।
বিজ্ঞানীরা যখন ক্ষতিয়ে সমস্তটা দেখেছে তখন জানা গেছে প্রাইমারি মিররটির ক্ষতি হয়ে গেছে। তবে এর ব্যাক আপ প্ল্যান তো অবশ্যই নেওয়া হয়েছিল। বিজ্ঞানীরা প্রযুক্তিগত ইনবিল্ট কিছু ব্যবস্থা রেখেছিল।
যদিও সেটা বাস্তবে কার্যকরী হয় নি। এই যে টেলিস্কোপ সেটা তৈরী করেছিল নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি ও কানাডিয়ান স্পেস এজেন্সি মিলে।